‘রিয়াল পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেই লিগ শেষ করে দিত’
‘রিয়াল পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেই লিগ শেষ করে দিত’
শুধু ফ্রান্সই ব্যতিক্রম। এর বাইরে ইউরোপের সেরা পাঁচ লিগের বাকি সবগুলোই তো ফুটবলে ফিরছে! জার্মান বুন্দেসলিগা ফিরেছে এরই মধ্যে সপ্তাহ দুয়েক হয়ে গেছে, ফেরার তোড়জোড় চলছে স্পেন-ইতালি-ইংল্যান্ডেও। ফ্রান্সে অনেক ব্যবধানে এগিয়ে লিগ শীর্ষে থাকা পিএসজিকে চ্যাম্পিয়ন ঘোষণা করে লিগ শেষ করে দেওয়া হয়েছে। অনেক ব্যবধান নয়, যেকোনোভাবে রিয়াল পয়েন্ট তালিকার শীর্ষে থাকলে স্পেনেও তেমন কিছু হতো বলেই মনে হচ্ছে… বিস্তারিত
57