এশিয়ান জুনিয়র দাবার বাছাইয়ে প্রথম বাংলাদেশি ফাহাদ
এশিয়ান জুনিয়র দাবার বাছাইয়ে প্রথম বাংলাদেশি ফাহাদ
ভারত না থাকায় দক্ষিণ এশিয়ার দাবায় এগিয়ে বাংলাদেশ। আজ সেটা দেখা গেল প্রথমবারের মতো আয়োজিত এশিয়ান অনূর্ধ্ব-২০ জুনিয়র অনলাইন দাবা চ্যাম্পিয়নশিপের প্রথম পর্বেও। প্রতিযোগিতার এই পর্বে অংশ নেয় বাংলাদেশের ৬ দাবাড়ু। যার মধ্যে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান প্রথম হয়েছে। তার সঙ্গে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের তাহসিন তাজওয়ার জিয়া ও নোশিন আঞ্জুম।
এক দিনের এই র্যাপিড দাবায় বালক বিভাগে… বিস্তারিত
65