সুন্দরবনে হারিয়ে গিয়েছিল তারা, ৯৯৯–এ ফোন
সুন্দরবনে হারিয়ে গিয়েছিল তারা, ৯৯৯–এ ফোন
সবারই বাড়ি সুন্দরবনের পাশে। তবে বনটা সেভাবে ঘুরে দেখা হয়নি তাদের। দূরদূরান্ত থেকে কত মানুষ ঘুরতে আসে সুন্দরবনে! সেই আক্ষেপ থেকে নিজেরা মিলে বনে ঘুরতে যাওয়ার পরিকল্পনা আঁটে ৬ কিশোর ও যুবক। হাঁটতে হাঁটতে চলে যায় বনের গহিনে। তবে একপর্যায়ে পথ হারিয়ে ঝড়বৃষ্টিতেই বনের ভেতর আটকে পড়ে তারা। সন্ধ্যা নামে। শুরু হয় কালবৈশাখী। সবার মনে তখন ভয়। এই বুঝি বাঘ এল। পরে গাছের ডালে চড়ে বসে তারা।
এরপর কিশোরদের একজন… বিস্তারিত
89