করোনার দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে ‘প্রজন্ম’
করোনার দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে ‘প্রজন্ম’
রাজমিস্ত্রির জোগালী জাহিদুল ইসলাম ধারকর্জ করে বিঘাখানেক জমিতে বোরো ধান লাগিয়েছিলেন। করোনার কারণে কাজ বন্ধ হয়ে যাওয়ায় হাতে টাকা নেই। শ্রমিকেরও সংকট। টাকার অভাবে সন্তানের গুঁড়া দুধও কিনতে না পেরে দিশেহারা হয়ে পড়েছিলেন। খবর পেয়ে ছুটে এলেন একদল তরুণ। খেত থেকে ধান কেটে ও মাড়াই করে অসহায় কৃষকের ঘরে তুলে দিলেন তাঁরা। বিদায় নেওয়ার সময় জাহিদুলের হাতে তুলে দিলেন শিশুসন্তানের জন্য দুধ আর কিছু… বিস্তারিত
62