সাংবাদিক মিজানের ওপর আর কত আক্রোশ?
সাংবাদিক মিজানের ওপর আর কত আক্রোশ?
আমরা যারা ঢাকায় বসে সাংবাদিকতা করি তারা ভাবতে পারব না, মফস্বলের সাংবাদিকদের কতটা বৈরী পরিবেশে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। অপ্রিয় সত্য না লিখলে কোনো সমস্যা নেই। এ ধরনের অনুগত সাংবাদিকদের ক্ষমতাধরেরা খুবই পছন্দ করবেন। ইনাম-বকশিশ দেবেন। কিন্তু সত্য কথা লিখলেই নেমে আসবে চাপ, হুমকি, মামলা, জেল ও শারীরিক নির্যাতন।
সাংবাদিকদের ওপর কখনো স্থানীয় পুলিশ প্রশাসন আবার কখনো রাজনৈতিক নেতা-কর্মীদের হামলার… বিস্তারিত
64