বাঁধের আয়ু কেন কম, জবাব দেবে পাউবো?
বাঁধের আয়ু কেন কম, জবাব দেবে পাউবো?
২১ মে আম্পান ভারতের কলকাতায় পৌঁছানোর অনেক আগেই শরণখোলার সাউথখালীর বগিবাজার থেকে বাঁধ ছিঁড়ে যাওয়ার খবর আসে সকাল ১০টার একটু আগে। মোবাইলে ভিডিও আসে মানুষের আহাজারি আর ঝুড়ি-কোদাল নিয়ে ছোটাছুটির। এই কষ্টের মধ্যেও অভিনেতা মিঠুন চক্রবর্তীর সেই বিখ্যাত সংলাপ যেন কানে ভেসে এল—আম্পান যেন বলছে, ‘মারব এখানে আর লাশ পড়বে শ্মশানে’। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এখন জানাচ্ছে, আঘাতে খুলনার কয়রা,… বিস্তারিত
66