করোনায় মৃতদের স্মরণ
করোনায় মৃতদের স্মরণ
১৯১৮ সালের বসন্তকাল। প্রথম বিশ্বযুদ্ধের ময়দানে যখন গোলাবারুদ ফুটছে অনেকটা স্বয়ংক্রিয় ঢংয়ে, তখন জনপদে হানা দিল এক অচেনা অজানা শত্রু। স্প্যানিশ ফ্লু, যা ‘এর আগের ও পরের জীবনের মধ্যে গড়ে দিল বিস্তর ব্যবধান’, যা যুদ্ধও পারেনি। এই ব্যবধানের কথাটি বলেছেন ক্যাথরিন পোর্টার, যিনি স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন। নিজের অভিজ্ঞতা থেকেই তিনি এই বদলের কথা বলেছেন, যা ব্যক্তির পরিসর ডিঙিয়ে… বিস্তারিত
55